• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় ১৫০ সাঁজোয়া যান পাঠাচ্ছে তুরস্ক, উত্তেজনা চরমে

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৩
তুরস্ক
তুরস্কের সাঁজোয়া যান (ছবি : ইউরো নিউজ)

রুশ সেনাদের সহায়তায় সিরিয়ার ইদলিব প্রদেশে সশস্ত্র অভিযান চালাচ্ছে দেশটির সরকারি বাহিনী। এর তীব্র বিরোধিতা করছে তুরস্ক। আর এমন পরিস্থিতিতে ইদলিবে সমরাস্ত্র বোঝাই আরও দেড়শ সাঁজোয়া যান পাঠাচ্ছে আঙ্কারা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাসদার নিউজ জানিয়েছে, সিরিয়ার ইদলিবে চলমান সংকটের মধ্যে সেখানে নিজেদের অবস্থান শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। এজন্য তারা সিরিয়ায় সামরিক অস্ত্র বোঝাই দেড়শ সাঁজোয়া যান পাঠাচ্ছে।

কয়েকদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, সিরিয়ার সরকারি বাহিনী দেশটির ইদলিব প্রদেশে নৃশংসতা চালাচ্ছে। যদি তারা এই নৃশংসতা বন্ধ না করে তবে তুর্কি সেনারা জবাব দেবে। আর সেটা অত্যন্ত কঠোরভাবে।

প্রেসিডেন্ট এরদোগানের এ ধরনের হুঁশিয়ারির কয়েকদিন পরই সিরিয়ায় নতুন করে সমরাস্ত্র পাঠাচ্ছে তুরস্ক।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সিরিয়ার ইদলিব প্রদেশে সেনা বোঝাই দেড়শ সাঁজোয়া যান পাঠিয়েছে আঙ্কারা।

আরও পড়ুন : ট্রাম্পকে হটাতে ইরানের দ্বারস্থ ডেমোক্র্যাট নেতারা!

এ দিকে ইদলিব ইস্যুকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়েছে রাশিয়া ও তুরস্ক। আর এমন অবস্থায় তুরস্ক নতুন করে সমরাস্ত্র পাঠানোয় উত্তেজনা আরও বেড়েছে। তৈরি হয়েছে যুদ্ধাবস্থা।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড