• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্পকে হটাতে ইরানের দ্বারস্থ ডেমোক্র্যাট নেতারা!

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৩
ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : সিএনএন)

সোলাইমানিকে হত্যার নির্দেশ দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বেশ ক্ষুব্ধ ইরান। অন্যদিকে যে কোনো মূল্যেই ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদ থেকে সরাতে চান ডেমোক্র্যাট পার্টির নেতারা।

এমন পরিস্থিতিতে ট্রাম্পকে হটাতে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টির নেতারা ইরানের সহায়তা চেয়েছেন বলে জানিয়েছে ‘দ্য ফেডারালিস্ট’।

সংবাদমাধ্যমটির সোমবারের (১৭ ফেব্রুয়ারি) এক খবরে বলা হয়েছে, মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে সম্প্রতি জার্মান সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। সেখানে ডেমোক্র্যাট পার্টির কয়েকজন সিনিয়র নেতা জারিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাও অত্যন্ত গোপনে।

সংবাদমাধ্যমটির খবরে আরও বলা হয়েছে, ডেমোক্র্যাট পার্টির যেসব নেতা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মানির মিউনিখে গোপনে সাক্ষাৎ করেছেন তারা সবাই মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য। এদের মধ্যে ক্রিস মারফির মতো প্রভাবশালী নেতাও রয়েছেন।

আরও পড়ুন : রাশিয়াকে থামাতে ট্রাম্প-এরদোগানের ফোনালাপ

প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সোলাইমানি হত্যাকাণ্ডের জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতি আসন্ন মার্কিন নির্বাচনে বেশ প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড