• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার কাছে ধরাশায়ী ইসরায়েলি ক্ষেপণাস্ত্র

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৪
ক্ষেপণাস্ত্র হামলা
ক্ষেপণাস্ত্র হামলা (ছবি : জেরুজালেম পোস্ট)

সিরিয়ার রাজধানী দামেস্কেকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী সে হামলা প্রতিহত করেছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে ইসরায়েলের ছোড়া সবগুলো ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী।

জানা গেছে, ইসরায়েলি সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অধিকৃত গোলান মালভূমি থেকে। তবে তাদের ক্ষেপণাস্ত্র সিরিয়ার কোনো ক্ষতি করতে পারেনি। উল্টো সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার কাছে ধরাশায়ী হয়েছে এসব ক্ষেপণাস্ত্র।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ইসরায়েল গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে হামলা চালায়। ওই হামলায় সিরিয়ার সামরিক বাহিনীর কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন : সোলাইমানির মৃত্যুর ৪০তম দিনেই মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে মাঝেমধ্যেই সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড