• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোলাইমানির মৃত্যুর ৪০তম দিনেই মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৭
রকেট হামলা
রকেট হামলা (ছবি : সংগৃহীত)

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এই হামলা চালানো হয়। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

ইতোমধ্যে ইরাকি ও মার্কিন নিরাপত্তা বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা এখনো হতাহতের সংখ্যা জানায়নি।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে দুই ঘণ্টা ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

তেহরান দাবি করে, টানা দুই ঘণ্টা ধরে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

এর কয়েকদিন পর ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এতে এক মার্কিন ঠিকাদার নিহত হন।

আরও পড়ুন : মার্কিন সেনাদের বেকায়দায় ফেলতে একজোট ইরান-সিরিয়া

এ দিকে ধারণা করা হচ্ছে, ইরানই বৃহস্পতিবারের রকেট হামলা চালিয়েছে। কাসেম সোলাইমানির মৃত্যুর ৪০তম দিনেই এই হামলা চালানো হলো।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড