• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাঁচশ কিলোমিটার দূরে আঘাত হানবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র

  আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১০
ক্ষেপণাস্ত্র
ইরানের ক্ষেপণাস্ত্র (ছবি : আল-জাজিরা)

যুক্তরাজ্যের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন একটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশটির নতুন এই ক্ষেপণাস্ত্র পাঁচশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ইরানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ জাওয়াদ অযারি জাহরোমির বক্তব্যের বরাতে এ খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রবিবার (৯ ফেব্রুয়ারি) ইরান নতুন এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করেছে। এটির নাম ‘রাদ-৫০০’ ক্ষেপণাস্ত্র। আর এই ক্ষেপণাস্ত্রে ‘যুহাইর’ নামের কম্পোজিট মোটর বসানো হয়েছে।

এ বিষয়ে ইরানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ জাওয়াদ অযারি জাহরোমি বলেছেন, ‘রাদ-৫০০’ ক্ষেপণাস্ত্রটির ওজন তুলনামূলকভাবে অনেক কম। তবে এটি ‘ফতেহ-১১০’ ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এছাড়া পাঁচশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির।

আরও পড়ুন : থামবে না ইরান, শিগগিরই নতুন স্যাটেলাইট পাঠানোর ঘোষণা

এ দিকে নতুন একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের দিনে নিজ দেশে তৈরি একটি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর চেষ্টা চালিয়েছে ইরান। তবে ‘জাফর’ নামের এই স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড