• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফ্রিকায় ছয় শতাধিক সেনা পাঠাচ্ছে ফ্রান্স

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪১
আফ্রিকায় ছয় শতাধিক সেনা পাঠাচ্ছে ফ্রান্স
আফ্রিকায় মোতায়েন ফরাসি সেনা (ছবি : দ্য অ্যাটলান্টিক)

আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত সাহেল অঞ্চলে ইসলামপন্থি জঙ্গিদের মোকাবিলায় এবার ছয় শতাধিক সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্স। রবিবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে নতুন করে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি।

তিনি বলেছেন, ফ্রান্সের সামরিক সদস্যদের অধিকাংশকেই মালি, বুরকিনা ফাসো ও নাইজারে পাঠানো হবে। আর বাকিদের জি-ফাইভ সাহেল বাহিনীর সঙ্গে যুক্ত করা হবে।

বিশ্লেষকদের মতে, সাহেল অঞ্চলে অবস্থানরত উগ্রপন্থিদের সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের যোগসূত্র রয়েছে। তাই অঞ্চলটির সেনা ক্যাম্পগুলোতে প্রায়ই সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। কেননা মরুভূমির সেই অঞ্চলটি বিদেশিদের কাছে ভীষণ জনপ্রিয়। এসব কারণে বিভিন্ন সময় অঞ্চলগুলো থেকে পর্যটকদের অপহরণ করে উগ্রপন্থিরা।

উল্লেখ্য, আফ্রিকার সাহেল অঞ্চল দীর্ঘদিন যাবত অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে। সেখানে ইসলামপন্থি বিদ্রোহীদের দমনে বর্তমানে সাড়ে চার হাজারেরও অধিক ফরাসি সেনা মোতায়েন আছে।

আরও পড়ুন : মিয়ানমারের মতো গণহত্যার প্রস্তুতি নিচ্ছে ভারত : ইমরান খান

২০১২ সালে অঞ্চলটির বহু এলাকা দখল করে নেয় আল-কায়েদা সমর্থিত সশস্ত্র জঙ্গিরা। এর মাধ্যমে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো কোণঠাসা হয়ে পড়ে। পরবর্তীকালে ২০১৩ সালের জানুয়ারিতে ফ্রান্সের নেতৃত্বে পাঁচ জাতির বাহিনী (জি-ফাইভ সাহেল) জঙ্গিবিরোধী অভিযান শুরু করে। যা এখনো বিদ্যমান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড