• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে ৬ বছর পর প্রকাশ্যে কিমের ফুফু

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি ২০২০, ১৯:০৪
উত্তর কোরিয়া
বাঁ থেকে কিম জং উন, তার স্ত্রী ও ফুফু (ছবিসূত্র : কেসিএনএ)

দীর্ঘ ছয় বছর পর জনসম্মুখে এসেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ফুফু কিম কিং হুই। বিশ্বাসঘাতকতার অভিযোগে ২০১৩ সালে তার স্বামী চ্যাং সং থ্যাককে ফাঁসি দেন কিম। এরপর থেকেই আর প্রকাশ্যে আসেননি তিনি।

রবিবার (২৬ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ কিম কিং হুইয়ের একটি ছবি প্রকাশ করে। ছবিটিতে দেখা যায়, কিম জং উনের পাশে বসে আছেন তার স্ত্রী। আর তার পাশেই আছেন কিম কিং হুই।

জানা গেছে, ছবিটি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে নববর্ষের অনুষ্ঠান চলাকালে তোলা। অনুষ্ঠানে কিম কিং হুইকে বেশ প্রাণবন্ত মনে হচ্ছিল।

ওই অনুষ্ঠানে তার উপস্থিতিকে আশ্চর্য ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন সংবাদমাধ্যম এনকের সম্পাদক অলিভার হথাম। তার মতে, বহু পর্যবেক্ষক ধরে নিয়েছিলেন যে স্বামীর মৃত্যুর পর তিনি নির্বাসনে চলে গেছেন। অনেকে আবার এটাও ভেবেছিলেন যে, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিবেচনায় তাকেও হয়তো হত্যা করেছেন কিম জং উন।

আরও পড়ুন : নতুন ভিডিও ফাঁস, চরম বিপাকে ট্রাম্প

বিশ্লেষকরা মনে করছেন, ফুফু কিম কিং হুইকে প্রকাশ্যে নিয়ে এসে শাসক পরিবারের ঐক্য রয়েছে বলে বার্তা দেওয়ার চেষ্টা করছেন কিম জং উন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড