• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত ৪০

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ জানুয়ারি ২০২০, ১৯:৩১
সিরিয়া
ছবি : প্রতীকী

সিরিয়ার ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের হামলায় দেশটির অন্তত ৪০ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বৃহস্পতিবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে শত শত সন্ত্রাসীদের হামলায় অন্তত ৪০ সিরিয়ান সেনা নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় এবং সেনাদের অবস্থান লক্ষ্য করে নির্বিচারে গুলি শুরু করে।

সিরিয়ার এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মারাত আল নুমান শহরে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে। নতুন করে সামরিকবাহিনীর আরও সদস্যকে অঞ্চলটিতে পাঠানো হচ্ছে। তারা ওই অঞ্চল থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করবে।

আরও পড়ুন : ইরানের কাছে ইসরায়েলের স্বীকৃতি চাইল ব্রিটেন-জার্মানি

ইদলিবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতিপক্ষরা শক্তিশালী অবস্থানে রয়েছে। প্রদেশটিতে প্রায় ৩ লাখ মানুষের বসবাস, যার প্রায় ৭৬ শতাংশই নারী ও শিশু।

অন্যদিকে বৃহস্পতিবার সিরিয়ার বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। সিরিয়া কর্তৃপক্ষ জানায়, সিরিয়ার দক্ষিণাঞ্চলের একটি গ্রামে এক নারী তার ২ সন্তানসহ নিহত হয়েছেন। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলে ৩ শিশু ও ২ প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড