• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফের সোলাইমানি হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

২১ জানুয়ারি ২০২০, ১৫:৩০
যুক্তরাষ্ট্রকে ফের প্রতিশোধের হুঙ্কার দিল ইরান
রকেট হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ফের যুক্তরাষ্ট্রকে হামলার হুঁশিয়ারি দিলেন ইরানের কুদস ফোর্সের নব নিযুক্ত প্রধান ইসমাইল কানি। সোমবার (২০ জানুয়ারি) রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, মার্কিন সেনারা কাসেম সোলাইমানিকে কাপুরুষোচিতভাবে হত্যা করেছে। অবশ্যই আমরা এর প্রতিশোধ নেব।

ইরানি গণমাধ্যম পার্স টুডে জানায়, ইসমাইল কানি দেশটির প্রভাবশালী ইসলামি বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) কর্মকর্তাদের সঙ্গে এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে নিজের দায়িত্ব বুঝে নেন। সেখানেই তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেন।

আইআরজিসি কর্মকর্তাদের সামনে প্রতিজ্ঞা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সোলাইমানিকে ভীরুভাবে হত্যা করেছে, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ অনুগ্রহ ও রহমত রয়েছে আমাদের ওপর। কেননা বিশ্বব্যাপী স্বাধীনতা প্রত্যাশীরা যারা সোলাইমানির রক্তের প্রতিশোধ নিতে চান, তাদের মাধ্যমেই তার (সোলাইমানি) শত্রুদের পাল্টা আঘাত করা হবে।

এর আগে ৩ জানুয়ারি ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

আরও পড়ুন : ফের রকেট হামলায় বিধ্বস্ত মার্কিন দূতাবাস চত্বর (ভিডিও)

সোলাইমানি নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে। যা এখনো বিদ্যমান রয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড