• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

লেবানন সীমান্তে মাটির নিচে বৈদ্যুতিক সেন্সর বসাচ্ছে ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ১২:১৭
ইসরায়েল
বৈদ্যুতিক সেন্সর বসানোর জন্য মাটি খোঁড়ার কাজ চলছে (ছবি : মিডল ইস্ট মনিটর)

ভূগর্ভস্থ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লক্ষ্যে লেবানন সীমান্তে মাটির নিচে বৈদ্যুতিক সেন্সর বসাচ্ছে ইসরায়েল। এ তথ্য জানিয়েছে ইহুদিবাদী দেশটির সেনাবাহিনী। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রবিবার (১৯ জানুয়ারি) থেকে বৈদ্যুতিক সেন্সর বসানোর জন্য মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে দ্রুত এই প্রকল্পের কাজ সম্পন্ন করতে চায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস এক বিবৃতিতে বলেছেন, আমরা সীমান্তের বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছি। ইসরায়েলের মিসগাভের কিবুজ শহর থেকে এ কাজের উদ্বোধন হয়েছে।

এর আগে গত বছর ইসরায়েল দাবি করে, সীমান্তে তারা বেশ কয়েকটা টানেল খুঁজে পেয়েছে। এরপর ওই সব টানেল হিজবুল্লাহর তৈরি বলে সেগুলো ধ্বংস করার অভিযানে নামে ইসরায়েলি সেনাবাহিনী। ওই সময় তারা দাবি করে, নিরাপত্তার লক্ষ্যেই এসব সুড়ঙ্গ ধ্বংস করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- যোগ্য উত্তরসূরি তৈরি করেই পৃথিবী ছেড়েছেন সোলাইমানি : বিশ্লেষক

হিজবুল্লাহর তৈরি এসব গোপন সুড়ঙ্গ ধ্বংসের কয়েক মাস পরেই সীমান্তে বৈদ্যুতিক সেন্সর বসানো শুরু করল ইসরায়েল।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড