• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রের নবগঠিত মহাকাশ বাহিনীর পোশাক উন্মোচন 

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ২১:০৭
যুক্তরাষ্ট্র
মার্কিন মহাকাশ বাহিনীর পোশাক (ছবি : সিএনএন)

নবগঠিত স্পেস ফোর্সের (মহাকাশ বাহিনী) পোশাক উন্মোচন করেছে মার্কিন প্রশাসন। রবিবার (১৯ জানুয়ারি) এ বাহিনীর অফিশিয়াল টুইটার পেজে নতুন পোশাকের ছবি পোস্ট করা হয়।

টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায়, পোশাকটির ওপরের দিকে বাম পাশের অংশে ‘ইউএস স্পেস ফোর্স’ লেখা রয়েছে। আর দেশের জাতীয় পতাকা খচিত রয়েছে বাম বাহুতে।

বাম পাশে খচিত পতাকাই মার্কিন বিমান বাহিনী থেকে আলাদা করেছে স্পেস ফোর্সের পোশাককে। কারণ বিমান বাহিনীর পোশাকের ডান বাহুতে ৫০ তারকা খচিত পতাকা দেখা যায়।

টুইটারে স্পেস ফোর্সের পোশাকের ছবি পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায়। অনেকে স্পেস ফোর্সের কতজন সদস্য রয়েছে এবং তাদের কেন ভিন্ন পোশাক পরিধান করতে হবে এসব প্রশ্ন করেছেন।

এ দিকে পেন্টাগন জানিয়েছে, স্পেস ফোর্স হবে পেন্টাগনের অন্যান্য বাহিনীর মতোই। এ বাহিনীর সদস্যরা যুদ্ধ ব্যবস্থার ওপর মহাকাশ থেকে সবসময় নজর রাখবেন।

আরও পড়ুন- যোগ্য উত্তরসূরি তৈরি করেই পৃথিবী ছেড়েছেন সোলাইমানি : বিশ্লেষক

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশ প্রতিরক্ষায় স্পেস ফোর্স গঠন করেন। বিমান বাহিনী এবং বেসামরিক কর্মীদের নিয়ে গঠিত এ বাহিনীতে ১৬ হাজার সদস্য থাকবেন বলে জানা গেছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড