• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম 

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ১৬:২২
উত্তর কোরিয়া
রি ইয়ং হো ও কিম জং উন (ছবি : সংগৃহীত)

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হোকে বরখাস্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এই তথ্য জানিয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) প্রকাশিত এক খবরে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে রি ইয়ং হোকে সরিয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তবে তার স্থলাভিষিক্ত কে হবেন তা এখনো নির্ধারণ করা হয়নি।

এ দিকে কিম জং উনের কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবারের (২৩ জানুয়ারি) মধ্যেই নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হবে।

রি ইয়ং হো ২০১৬ সাল থেকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। গত দুই বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের যে তিন দফা বৈঠক হয়েছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে উঠেপড়ে লেগেছে পাকিস্তান

তবে ২০১৯ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নেননি রি ইয়ং হো। এর আগে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ওই অধিবেশনে নিয়মিত অংশগ্রহণ করেছিলেন তিনি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড