• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে বিক্ষোভকারীদের খাবার-কম্বল কেড়ে নিচ্ছে পুলিশ

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ১৫:১৮
ভারতে বিক্ষোভকারীদের খাবার-কম্বল কেড়ে নিচ্ছে পুলিশ
বিক্ষোভকারীদের খাবার ও কম্বল নিয়ে যাচ্ছে পুলিশ (ছবি : ইন্ডিয়া টুডে)

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনৌতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সড়কে অবস্থানরত জনতার খাবার ও কম্বল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যদিও লখনৌ পুলিশ শুরু থেকেই অভিযোগটি প্রত্যাখ্যান করছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে লখনৌর ক্লক টাওয়ারের নিচে আন্দোলনে বসে শতাধিক জনতা। তখনই পুলিশ এসে বিক্ষোভকারীদের খাবার ও তাদের কম্বল কেড়ে নেয়।

রবিবার (১৯ জানুয়ারি) পুলিশ অভিযোগগুলো প্রত্যাখ্যান করে একটি বিবৃতি দেয়। যেখানে বলা হয়, সমাজে গুজব ছড়াবেন না। তবে পুলিশ এই কম্বল কেড়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের কাছ থেকে খাবার ও কম্বল কেড়ে নিচ্ছেন।

আরও পড়ুন : কাশ্মীরে অজ্ঞাত রোগে প্রাণ যাচ্ছে শিশুদের

বিক্ষোভকারীদের মতে, বিতর্কিত এই আইন বাতিল না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে। যদিও পুলিশ বিক্ষোভরতদের এই অবস্থানকে অবৈধ বলে দাবি করেছে।

সূত্র : এনডিটিভি

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড