• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীরে অজ্ঞাত রোগে প্রাণ যাচ্ছে শিশুদের

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ১৩:৩৯
কাশ্মীরে অজ্ঞাত রোগে প্রাণ যাচ্ছে শিশুদের
হাসপাতালে চিকিৎসাধীন কাশ্মীরি শিশু (ছবি : কাশ্মীর টাইমস)

ভূস্বর্গ খ্যাত জম্মু-কাশ্মীরের উদামপুর জেলায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে শিশুরা। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০ শিশুর মৃত্যুসহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আরও ৬টি শিশু।

জেলার জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ভারত নিয়ন্ত্রিত উপত্যকাটির বিভিন্ন অঞ্চল থেকে গত কয়েকদিনে এসব শিশু মৃত্যুর খবর এসেছে। এ ক্ষেত্রে রোগের লক্ষণ হিসেবে জ্বর, বমি এবং প্রস্রাব কম হওয়াকেই উল্লেখ করেছেন তিনি।

শিশু মৃত্যুর কারণ অনুসন্ধানে এরই মধ্যে চিকিৎসকদের বেশ কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান এই কর্মকর্তা।

উদামপুরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কেসি দোগরার বলেছিলেন, আমাদের অনুসন্ধানকারী দল আক্রান্ত এলাকাগুলো পরিদর্শন করে ১০টি শিশুর মৃত্যুর তথ্য পেয়েছে। এসব শিশুর রোগের অনুসন্ধানে প্রাথমিকভাবে জ্বর, বমি ও মূত্রাশয় সম্পর্কিত তথ্যই পাওয়া যায়।

আরও পড়ুন : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

উল্লেখ্য, ঘটনাটির জন্য স্থানীয় জনগণকে উদ্বিগ্ন না হতে আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড