• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

খামেনিকে সতর্কতার সঙ্গে কথা বলার হুঁশিয়ারি ট্রাম্পের

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি ২০২০, ১৮:০৯
ট্রাম্প ও খামেনি
ডোনাল্ড ট্রাম্প ও আয়াতুল্লাহ আলি খামেনি (ছবি : সংগৃহীত)

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে কথা বলার সময় সতর্ক থাকার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুমার নামাজের খুতবায় খামেনির করা মন্তব্যের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দিলেন তিনি। খবর ‘রয়টার্স’।

শুক্রবার (১৮ জানুয়ারি) দীর্ঘ ৮ বছর পর জুমার নামাজের ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এ দিন খুতবায় যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে কথা বলেন তিনি। খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হলেন ভাঁড়। আর ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের কর্মকর্তারা বোকার মতো সেই ভাঁড়দের সহায়তা করছেন।

খামেনির এ ধরনের মন্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার (১৯ জানুয়ারি) এক টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের তথাকথিত সর্বোচ্চ নেতা, যিনি বেশ কয়েকদিন ধরে সর্বোচ্চ নেই, তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপ সম্পর্কে নোংরা কথা বলেছেন। কথা বলার সময় তার (খামেনি) খুব সতর্ক থাকা উচিত।

আরও পড়ুন- ইরানি হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রের মিথ্যাচার, প্রমাণ তথ্যচিত্রে

ওই টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে। আর সে কারণে দুর্ভোগে রয়েছে দেশটির জনগণ।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড