• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত ঠিক পথেই আছে : মোদী

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ১০:২২
প্রধানমন্ত্রী মোদী
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি : ইন্ডিয়া টুডে)

ভারত সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার (১৪ জানুয়ারি) চেন্নাইতে ‘তুঘলক’ নামে এক তামিল পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবিটি করেন।

সরকারি পরিসংখ্যানের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, গত ৬ বছরের ইতিহাসে ভারতের জিডিপি প্রবৃদ্ধি বর্তমানে তলানিতে রয়েছে। এর মধ্যে গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রান্তিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশে নেমে আসে। স্বভাবতই দেশের অর্থনৈতিক এই বেহাল অবস্থা নিয়ে সরব নানা মহল। যদিও প্রধানমন্ত্রী মোদীর দাবি, ভারত কেবল সঠিক পথেই চলছে না বরং দ্রুত উন্নতির পথেও অগ্রসর হচ্ছে।

মোদীর ভাষায়, ‘একদিন যা অসম্ভব বলে মনে হতো, তার সবই আজ বাস্তবায়িত হয়েছে। এর পরও কিছু অসৎ লোক জনগণকে ভুল বোঝাচ্ছে। তারা শুধু অশান্তি জিইয়ে রাখার চেষ্টা চালাচ্ছে।

দেশ কিভাবে উন্নতির পথে এগোচ্ছে এবার তারও ব্যাখ্যা দিয়েছেন মোদী। তিনি বলেছিলেন, সংবিধানের ৩৭০ ধারা (কাশ্মীরের স্বায়ত্তশাসন) বাতিল করা হয়েছে। মুসলিমদের তিন তালাক প্রথা নিষিদ্ধ হয়েছে। গোটা দেশে একটি কর ব্যবস্থা কার্যকর হয়েছে। যা কোনো এক সময় অসম্ভব বলেই মনে হতো। তবে আজ আমরা তা বাস্তবে পরিণত করেছি।

আরও পড়ুন : সীমান্তে পাকিস্তানি ড্রোনের আনাগোনায় দুশ্চিন্তায় ভারত

মোদী আরও বলেন, একদল মানুষ আছে যারা আমাদের এই উন্নয়ন সহ্য করতে পারছেন না। আর তারাই এখন জনগণকে ভুল পথে চালিত করছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড