• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীমান্তে পাকিস্তানি ড্রোনের আনাগোনায় দুশ্চিন্তায় ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ জানুয়ারি ২০২০, ১৪:২৪
পাকিস্তানি গোয়েন্দা ড্রোন
গোয়েন্দা ড্রোন (ছবি : প্রতীকী)

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের সীমান্তে পাকিস্তানি ড্রোনে উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতীয় গোয়েন্দা ও সীমান্তরক্ষী বাহিনী।

কলকাতাভিত্তিক গণমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’ জানায়, গত সপ্তাহে বিস্ফোরক বোঝাই দুটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করার পর এ চিন্তা আরও বৃদ্ধি পায়।

সীমান্ত এলাকায় প্রথমে ড্রোনের আনাগোনা বাড়তে থাকায় ভারত ভেবেছিল পাক সরকার নিজেদের সীমান্তে নজরদারি বাড়াতেই এমনটা করছে। যদিও বিস্ফোরক বোঝাই ড্রোন ভূপাতিতের পর ভারতীয় গোয়েন্দারা পাকিস্তান ইস্যুতে ফের দুশ্চিন্তায় পড়েছেন।

গোয়েন্দা সূত্রের বরাতে ‘আনন্দবাজার পত্রিকা’ জানায়, প্রদেশটির খালিস্তানপন্থি উগ্রগোষ্ঠীগুলোকে সহায়তার জন্যই মূলত ড্রোনের সাহায্যে বিস্ফোরক পাঠাচ্ছে পাকিস্তান।

বিশ্লেষকদের মতে, অত্যাধুনিক এসব ড্রোন ‘প্রি-ফেড’ প্রযুক্তির হওয়ায় অনেক উঁচু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলে নিরাপদে ফিরে যেতে সক্ষম। একই সঙ্গে ড্রোনগুলো নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অনেকটা দূরের পথ অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

আরও পড়ুন : ভুলে নিজেদের ৮টি যুদ্ধবিমান নষ্ট করল ইসরায়েল

উল্লেখ্য, গত বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত প্রতি মাসে গড়ে ১০ থেকে ১৫টি পাকিস্তানি ড্রোন ভারতে প্রবেশ করেছে বলে দাবি গোয়েন্দাদের।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড