• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিয়ের নামে ৬২৯ পাকিস্তানি নারীকে চীনে পাচার

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ ডিসেম্বর ২০১৯, ১২:০১
পাকিস্তানি নারী
চীনে পাচারের শিকার পাকিস্তানি নারী (ছবিসূত্র : এপি নিউজ)

পাকিস্তান থেকে কনে হিসেবে অন্তত ৬২৯ জন নারীকে প্রতিবেশী রাষ্ট্র চীনের বিভিন্ন নাগরিকের কাছে বিক্রি করা হয়েছে। সম্প্রতি পাক গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

সূত্রের বরাতে গণমাধ্যম ‘দ্য ডন’ জানায়, গত ১৮ মাস যাবত এসব নারীদের চীনের বিভিন্ন প্রদেশে পাচারের কাজ চলেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বারংবার কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

পাকিস্তানি গোয়েন্দাদের একটি নথিতে পাচারের শিকার নারীদের জাতীয় পরিচয়পত্র এবং তাদের চীনা স্বামীদের নাম ও বিয়ের তারিখ উল্লেখ করা হয়েছে। ২০১৮ সালের শুরু থেকে চলতি বছরের এপ্রিলের মধ্যে সেই নারীদের কনে হিসেবে চীনে পাচার করা হয়।

পাক সরকারের এক কর্মকর্তা বলেন, ‘বিয়ের নামে পাচারের শিকার এসব মেয়েদের জন্য কেউই কিছু করছে না। যে কারণে পাচার চক্রটি আরও বিস্তৃত হয়ে উঠছে। কেননা তারা জানে, বিপদে আসলে তারা অবশ্যই বেঁচে ফিরতে পারবে।’

আরও পড়ুন :- পাকিস্তানে মসজিদ থেকে লাখ টাকার জুতা চুরি!

বিশ্লেষকদের মতে, গত অক্টোবর মাসে ফয়সালাবাদের একটি আদালত বিদেশে মানব পাচারের সঙ্গে জড়িত থাকায় ৩১ চীনা নাগরিককে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছিল।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড