• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মসজিদ থেকে লাখ টাকার জুতা চুরি!

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ১৩:৩২
জুতার বক্স
মসজিদে জুতা রাখার স্থান (ছবি : প্রতীকী)

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রধান শহর লাহোরের মসজিদে নামাজ পড়তে গিয়ে লাখ টাকা দামের জুতা হারিয়েছেন এক মুসল্লি। যা নিয়ে ইতোমধ্যে থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

সূত্রের বরাতে গণমাধ্যম ‘দ্য ডন’ জানায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সিরাজ বশির নামে এক ব্যক্তি লাহোরের গঙ্গারাম হাসপাতালের কাছে অবস্থিত একটি মসজিদে নামাজ পড়তে যান। যদিও নামাজ শেষে তিনি আর তার লাখ টাকা দামের জুতা জোড়া খুঁজে পাননি।

পুলিশ বলছে, লাহোরের ডিফেন্স এলাকার বাসিন্দা সিরাজ বশির তার অসুস্থ এক আত্মীয়কে দেখতে গঙ্গারাম হাসপাতালে এসেছিলেন।

এ দিকে নিজের লাখ টাকা মূল্যের জুতা উদ্ধার এবং চোরকে আটকের জন্য সিরাজ বশির এরই মধ্যে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। সেক্ষেত্রে তিনি সিসিটিভি ফুটেজের সাহায্য নিতেও পুলিশকে পরামর্শ দিয়েছেন। যদিও প্রশাসন থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও ইতোমধ্যে তাকে আশ্বাস দেওয়া হয়েছে।

অপর দিকে ‘এআরআই নিউজ’ বলছে, পাকিস্তানে বিভিন্ন মসজিদ থেকে এই জুতা চুরির ঘটনা ভীষণই সাধারণ একটা বিষয়।

আরও পড়ুন :- অবশেষে বিক্রমের সন্ধান দিল নাসা

এর আগে ২০১৬ সালে জুমার নামাজ চলাকালে পাক সরজমিন পার্টির (পিএসপি) নেতা আনিস কাইমখানির একজোড়া জুতা চুরি হয়েছিল।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড