• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ম্যাক্রোকে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক বলছে তুরস্ক

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর ২০১৯, ১৩:০৬
ইমানুয়েল ম্যাক্রো
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো (ছবিসূত্র : রয়টার্স)

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বর্তমান কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তাকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করেছে ইউরোপের দেশ তুরস্ক। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসোগলু সিরিয়ায় তুর্কি অভিযান ইস্যুতে সমালোচনা করায় ফরাসি প্রেসিডেন্টের সম্পর্কে এই মন্তব্য করেন।

সিরিয়ায় তুর্কি সেনাদের অভিযানকে এরই মধ্যে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ম্যাক্রো। তিনি বলেন, ‘চলমান আইএসবিরোধী কার্যক্রমকে বিপন্ন করে এমন গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে আঙ্কারা। কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে তুরস্ক মূলত আইএসবিরোধী যুদ্ধকে দুর্বল করতে চাইছে।’

যদিও এর পরপরই ম্যাক্রোর দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত অভিযোগ করে বলেন, ‘সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় প্যারিস। তিনি (ম্যাক্রো) ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠনটির পৃষ্ঠপোষক হয়েছেন। এখন তিনি যদি বলেন তার মিত্র একটি সন্ত্রাসী সংগঠন, তাহলে আমাদের আর কিছুই বলার নেই।’

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘গোটা ইউরোপে বর্তমানে একটি নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হয়েছে। তাই তিনি এখানকার নেতা হতে চাইছেন। তবে এসব নেতৃত্ব স্বাভাবিক নিয়মেই হয়ে থাকে।’

আরও পড়ুন :- উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাপক সন্তুষ্ট কিম

এর আগে চলতি বছরের ৯ অক্টোবর তুরস্কের সীমান্ত সংলগ্ন সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল এলাকা থেকে স্থানীয় কুর্দি বিদ্রোহীদের উত্খাতের নামে অভিযান শুরু করে তুরস্ক। পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যক্ষ প্রচেষ্টায় অভিযানটিতে শিথিলতা আনা হয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড