• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনলাইন সভায় উপাচার্যদের ডেকেছে ইউজিসি

  শিক্ষা ডেস্ক

১৭ জুন ২০২০, ২২:২৮
ইউজিসি
ছবি : সংগৃহীত

করোনা পরিস্থিতির মধ্যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে অনলাইন কার্যক্রম চালু করতে ২৫ জুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনলাইনে সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার (১৭ জুন) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত সভার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ সংকটকালে শিক্ষার্থী-অভিভাবকদের সুবিধার্থে কীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায় সে সস্পর্কে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতামত জানতে চেয়ে ইতিমধ্যে দুই দফায় পত্র পাঠানো হয়। এরপরও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়নি। এ কারণে নতুনভবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেশনজটে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ইউজিসি উদ্বেগ প্রকাশ করছে।

আরও পড়ুন : হার মানলেন ঢাবি শিক্ষার্থী তানভীর

বলা হয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করতে ২৫ জুন ইউজিসির চেয়ারম্যানের সভাপতিত্বে সভা ডাকা হয়েছে। সভায় দেশের সব পাবলিক বিশ্বদ্যিালয়ের উপাচার্যদের জুম সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড