• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাল থেকে শিক্ষকদের অনশন কর্মসূচি

  শিক্ষা ডেস্ক

১৬ অক্টোবর ২০১৯, ১৪:৩৪
এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা (ছবি: গংগৃহীত)

বেতন-ভাতা আপগ্রেড ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিওভুক্তির দাবিতে অনশনে বসবেন আন্দোলনরত শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা অনশনে বসবেন বলে জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার।

নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে বুধবার (১৬ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে অনেক শিক্ষক সেখানে রাত কাটিয়েছেন।

শিক্ষক নেতা গোলাম মাহমুদুন্নবী ডলার জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেতে আমরা পদযাত্রা করতে চেয়েছিলাম। কিন্তু সেটি বাধাপ্রাপ্ত হতে পারে জেনে আমরা অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার সকাল থেকে আমরণ অনশনে বসবে শিক্ষকরা। সারাদেশে পাঁচ হাজার প্রতিষ্ঠান স্বীকৃতি পেয়েছে। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি এসব প্রতিষ্ঠান থেকে মাত্র দুইশ প্রতিষ্ঠানকে এমপিও করা হয়েছে। আমরা কোনোভাবেই এই সিদ্ধান্ত মানব না।’

শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি আরও জানান, ‘দাবি পূরণের আশ্বাস দিয়ে আমাদের বারবার ঠকানো হচ্ছে। আন্দোলন করার কোনো ইচ্ছে নেই আমাদের, আমরা ক্লাসরুমে শিক্ষার্থীদের কাছে ফিরে যেতে চাই। আমাদের ন্যায্য দাবিটুকু মেনে নেয়া হোক, এটাই চাওয়া।’

শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায় বলেন, ‘বর্তমান যে নীতিমালার ওপর ভিত্তি করে সরকার এমপিওভুক্ত করতে চাচ্ছে সে নীতিমালা আমরা মানি না। এই চাপিয়ে দেওয়া নীতিমালায় এমপিওভুক্ত করা হলে শিক্ষকরা তা প্রতিহত করবে।’

তিনি বলেন, ‘ভুলে ভরা নানা অসঙ্গতিপূর্ণ নীতিমালা অনুসরণ করে এমপিও তালিকা প্রকাশ হলে বাংলাদেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হবে। এতে সরকারও সমালোচনার মুখে পড়বে এবং শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হবে।’

এ দিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এমপিওভুক্তির জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকেও সম্মতি দেওয়া হয়েছে। যেকোনো সময় এমপিওভুক্তির এই তালিকা প্রকাশ করা হতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছিল। এরপর থেকে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের আন্দোলন চলছে।

ওডি/জেআই

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড