• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতে সভা সমাবেশ নিষিদ্ধ

  চবি প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাতের বেলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জন্মদিনের পার্টি কিংবা বারবিকিউ পার্টির ক্ষেত্রেও একই নির্দেশনা বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও নিরাপত্তার স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। একই সাথে ক্যাম্পাসে অবস্থানকারীদের সার্বক্ষণিক পরিচয়পত্র সাথে রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ক্যাম্পাসে মাইকিং করা হচ্ছে। শীঘ্রই আবাসিক হল ও বিভাগসমূহে এ নির্দেশনা পাঠানো হবে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড