• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আখাউড়া সরকারি কলেজে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০১৯, ১৩:১৬
আখাউড়া সরকারি কলেজ
ছবি : দৈনিক অধিকার

জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ডের নির্দেশ অমান্য করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সরকারি কলেজের বিরুদ্ধে ডিগ্রি প্রথম বর্ষের নির্ধারিত ভর্তি ফির চেয়ে কয়েকগুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

পরীক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন অজুহাত দেখিয়ে ওই কলেজের অধ্যক্ষের নির্দেশে অতিরিক্ত অর্থ আদায় করে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, ‘ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফরম পূরণে আমাদের ৭৫০০ টাকা করে জমা দিতে বাধ্য করা হয়। ওই টাকার কম জমা দিলে রশিদ নিয়ে আমাদের সোজা কলেজ অধ্যক্ষের কক্ষে যেতে বলা হয়। অধ্যক্ষও আমাদের বিভিন্ন অজুহাত দেখিয়ে ওই পরিমাণ টাকা জমা দেওয়ার কথা বলেন। যা আমাদের জন্য চাপ হয়ে যাচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘আমার বোন ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী। তার পরীক্ষার ফরম পূরণ করতে ৭৫০০ টাকা দিতে হবে। এ কথা শুনে কলেজে যাওয়ার পরে স্যার আমাকে ওই পরিমাণ টাকার কথা বলে। পরে ৩০০০ হাজার টাকা জমা দিলে বলা হয় অধ্যক্ষের কাছ থেকে অনুমতি আনতে। এ দিকে অধ্যক্ষের কক্ষে যাবার পর তিনি এই টাকায় আমার বোনের ফরম পূরণ করাতে রাজি হননি। পরে বাধ্য হয়ে আরও ৫০০ টাকা জমা করি।’

অন্য এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘সরকারি কলেজে এত টাকা লাগে আগে জানতাম না। মনে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নীতিমালার কোনো পরিপত্রই কলেজ কর্তৃপক্ষ মানছে না।’

এ দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বলেন, ‘সরকারি কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে থাকে তবে আমরা এ অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড