• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডুয়েটে বর্ণাঢ্য আয়োজনে সিভিল ফেস্ট- ২০১৯ অনুষ্ঠিত

  ডুয়েট প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০১৯, ২১:৪১
উদ্বোধন
সিভিল ফেস্টের উদ্বোধন (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 'সিভিল ফেস্ট-২০১৯' অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ড. মো. খসরু মিয়া।

অনুষ্ঠানে বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ এবং বিএসসি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. খসরু মিয়া বিদায়ীদের উদ্দেশে বলেন, আজকের বিদায় কোন দুঃখের বিদায় নয়। আজকের বিদায় তোমাদের শিক্ষাজীবন শেষে কর্ম জীবনে প্রবেশের বিদায়। তোমরা কর্ম জীবনে প্রতিষ্ঠিত হয়ে বিশ্বের মানচিত্রে সুনাম অর্জন করবে এই প্রত্যাশা করি।

বক্তব্য প্রদান (ছবি : দৈনিক অধিকার)

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক ছিলেন শাহ আরমান সালমান। অনুষ্ঠানের স্পন্সর করেন শাহ সিমেন্ট। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অভিনয়, নাচ, গান, কবিতা আবৃত্তি এবং জনপ্রিয় ব্যান্ড ছারপোকার পারফরমেন্সের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড