• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুবর্ণচরে গণধর্ষণে জড়িতদের শাস্তি দাবি জাবি ছাত্র ইউনিয়নের

  জাবি প্রতিনিধি

০৭ জানুয়ারি ২০১৯, ১৫:২৮
জাবি
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

নোয়াখালীর সুবর্ণচরে নৌকার বিপক্ষে ভোট দেওয়ায় আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ কর্তৃক চার সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ।

সোমবার (৭ জানুয়ারি) জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আমিন চৌধুরী জয় ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিকের পক্ষে দপ্তর সম্পাদক হাসান জামিলের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানান হয়।

সভাপতি নজির আমিন চৌধুরী জয় ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিকের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘গেল ৩০ ডিসেম্বর, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিবাগত রাত্রে নোয়াখালীর সুবর্ণচরে চর জুবলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নেতৃত্বে ১০-১২ জন ‘ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে’ স্বামী-সন্তানকে বেঁধে রেখে চার সন্তানের জননীকে ধর্ষণ করে। ক্ষমতার দাপট প্রদর্শন ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গণমানুষের রাজনৈতিক অধিকার খর্বকারী পন্থার প্রতি তীব্র ঘৃণা জ্ঞাপন করছি।

এতে আরও বলা হয়, ভোটাধিকার গণতান্ত্রিক রাষ্ট্রযন্ত্রের নাগরিকদের মত প্রকাশের চূড়ান্ত রাজনৈতিক অধিকার। ধর্ষণের মতো ভয়াবহ নিষ্ঠুর এবং মানবতাবিরোধী কর্মকাণ্ড কোনো সুস্থ রাজনৈতিক মতাদর্শে চালিত ব্যক্তি বা সংগঠনের দ্বারা সম্পন্ন হতে পারে না, একমাত্র অস্তিত্ব সংকটে ভীত এবং হিংস্র ব্যক্তি বা সংগঠনই পারে এহেন নিচ কর্ম করতে।

বিজ্ঞপ্তি

সংবাদ বিজ্ঞপ্তি

এ জঘন্য কাজের প্রতি তীব্র ঘৃণা জ্ঞাপন করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ এবং দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড