• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন : ড. গাজী মহসিন সভাপতি-সম্পাদক নাসির উদ্দিন

  নোবিপ্রবি প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০১৮, ২২:১৮
দৈনিক অধিকার
(বাঁ থেকে) সভাপতি ড. গাজী মহসিন -সম্পাদক নাসির উদ্দিন। (ছবি : সংগৃহীত)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির ২০১৯ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের ড. গাজী মহসিন ও মো. নাসির উদ্দিন প্যানেল জয়ী হয়েছে। নীল দল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. গাজী মহসিন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রীস অডিটরিয়ামের ২য় তলার ২০৬ নং কক্ষে সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত। বিকাল ৫ টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কৃষি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা।

সভাপতি পদে নীল দলের অধ্যাপক ড. গাজী মহসিন পান ১৯৪ ভোট। তার নিকটতম প্রার্থী সাদা দলের অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকারের ব্যালটে পড়ে ২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে নীল দলের মো. নাসির উদ্দিন পান ১৯০ ভোট। তার নিকটতম প্রার্থী সাদা দলের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম পান ৩০ ভোট।

সহ-সভাপতি পদে সিএসটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদ আক্তার পান ১৭৭ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ পান ৩৪ ভোট। যুগ্ম সম্পাদক পদে আইআইটি ইনস্টিটিউটের পরিচালক সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান ভুঁইয়া, কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন, প্রচার সম্পাদক পদে কৃষি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে শিক্ষা বিভাগের মো. ওয়ালিউর রহমান বিপুল বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয় লাভ করেন।

সদস্য পদে বিজয়ীরা হলেন- বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড. ধীরেন্দ্র নাথ বর্মণ (প্রাপ্ত ভোট ১৯৪), ফিমস বিভাগের প্রভাষক শুভ ভৌমিক (প্রাপ্ত ভোট ১৯৬), এসিসিই বিভাগের প্রভাষক সঞ্জিতা দেওয়ানজী (প্রাপ্ত ভোট ১৭২), ফার্মাসি বিভাগের মো. সালাউদ্দিন মিল্লাত (প্রাপ্ত ভোট ১৯৪)। সদস্য পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফলিত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন পান ৪৩ ভোট।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড