• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে ববিতে র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত

  ববি প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০১৮, ১৪:২৪
ববি
বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে ববিতে র‍্যালি (ছবি : সংগৃহীত)

‘করি অনুশাসন, মৃত্তিকা দূষণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিশ্ব মৃত্তিকা দিবস-২০১৮’ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. হাসিনুর রহমানের সভাপতিত্বে র‍্যালিতে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সোসাইটির প্রেসিডেন্ট উপমহাদেশের বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক। এছাড়া, অংশগ্রহণ করেন- মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাব্বির হোসেন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্র উপদেষ্টাসহ মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের ২য় পর্বে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে সকাল সাড়ে ১১টায় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বলেন, ‘মাটি হচ্ছে মায়ের মতো, মা থেকেই মাটি শব্দটি এসেছে। কিন্তু আমরা এ মাটিকে যথেচ্ছা ব্যবহার করে তার উর্বরতা শক্তি অনেকটাই ক্ষয়িষ্ণু করে ফেলেছি। আর এজন্য দরকার সঠিক ভূমি ব্যবস্থাপনা নীতিমালা। উন্নয়নের সাথে অবক্ষয় বিষয়টি জড়িত, আর টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে অর্থনীতি ও পরিবেশের বিষয়টি সংশ্লিষ্ট। কাজেই উন্নয়ন করতে গিয়ে যাতে পরিবেশের ভারসাম্য কোনোভাবেই নষ্ট না হয় সে বিষয়ে সচেষ্ট হতে হবে।’

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাব্বির হোসেন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. হাসিনুর রহমান।

সেমিনারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড