• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতীয় নেতা কামারুজ্জামান ও বীরশ্রেষ্ঠ মহিউদ্দিনের সমাধিতে শ্রদ্ধা

  রাবি প্রতিনিধি

০৮ ডিসেম্বর ২০১৮, ০৮:১৫
রাবি
শহীদ এএইচএম কামারুজ্জামান ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধা (ছবি : সংগৃহীত)

শহীদ এএইচএম কামারুজ্জামান ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিজয়ের মাস উপলক্ষে শুক্রবার (৭ ডিসেম্ব) পৃথকভাবে তাদের সমাধিতে এই পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক অধ্যাপক এ কে শামসুদ্দোহা প্রমুখ।

জানা যায়, শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনা মসজিদে জুমার নামাজ শেষে রাবি উপাচার্য, উপ-উপাচার্যদের সঙ্গে নিয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যাপক আব্দুল মান্নান। পরে বিকালে রাজশাহীতে ফিরে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

এ দিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) পঞ্চমবারের মতো সনদ প্রদান আয়োজন করতে যাচ্ছে শনিবার (৮ ডিসেম্বর)। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড