• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুটেক্সে ২০১৮-১৯ সেশনে ভর্তির দিন নির্ধারণ

  বুটেক্সে প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৭
বুটেক্স
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। (ছবি : সংগৃহীত)

দেশের একমাত্র টেক্সটাইল বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্সে) আগামী বুধবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে লেভেল ১, টার্ম ১ এর সকল ভর্তি কার্যক্রম।

ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা তালিকায় যারা ১ থেকে ৮২৭তম পর্যন্ত স্থান অধিকার করেছেন, তাদেরকে সেদিন ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে। তবে আসন খালি থাকা শর্তে পরের দিন বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) অপেক্ষমাণ তালিকায় থাকা বাকি প্রার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।

গত ৯ই নভেম্বর ভর্তি পরীক্ষা শেষে এ মেধা তালিকা প্রণয়ন করা হয়। যেখানে মেধায় সুযোগ প্রাপ্ত এবং অপেক্ষমাণ মোট ৩০০২জন পরীক্ষার্থীর নাম প্রকাশ করা হয়। এরপর ভর্তিচ্ছুক প্রার্থীদেরকে অনলাইনে নিজ নিজ পছন্দের বিষয় নির্বাচন করতে গত ২৯ নভেম্বর পর্যন্ত সময় দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নির্ধারিত সময় শেষ হয়ে গেলে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী গত বুধবার (৫ ডিসেম্বর) ভর্তি যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড