• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবি সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে শাবি প্রেসক্লাবের নিন্দা

  শাবি প্রতিনিধি

১৭ নভেম্বর ২০১৮, ১৬:৩৪
শাবি প্রেসক্লাব
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (ছবি : সংগৃহীত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাব্বি হাসান সবুজের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

শনিবার (১৭ নভেম্বর) শাবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলাম ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, গেল শুক্রবার সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক ছাত্রীকে উত্যক্ত করছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী এবং ইতিহাস ও প্রত্নতত্ত বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান, একই বিভাগের একই সেশনের শিক্ষার্থী গোলাম মুরশিদ, পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ আল মামুন। এসময় সাংবাদিক রাব্বী হাসান সবুজ প্রতিবাদ করলে তারা তাকে মারধোর করেন।

এ সময় তদন্তসাপেক্ষে রাব্বী হাসানের ওপর হামলাকারীদের বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার এবং হামলায় প্রশ্রয়দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বিবৃতিতে।

প্রেস বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড