• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাকৃবিতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  বাকৃবি প্রতিনিধি

১৫ নভেম্বর ২০১৮, ১৪:৪৮
প্রশিক্ষণ কর্মশালা
সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে ৮ দিনব্যাপী ‘ট্রেনিং অন ফুড সেইফটি অ্যান্ড রিসার্চ রিপোর্টিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)’র আয়োজনে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় কর্মরত বাকৃবি সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ১৬ জন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওই প্রশিক্ষণে অংশ নেয়। আইআইএফএসের পরিচালক অধ্যাপক ড. এ. এস. মাহফুজুল বারির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন। ট্রেনিং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন- অধ্যাপক ড. এ. এস. মাহফুজুল বারি এবং অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ট্রেনিংয়ের বিষয়টি বর্তমান বিশ্বের সাথে অত্যন্ত যুগোপযোগী। প্রশিক্ষণ শেষে আহরিত জ্ঞান সাংবাদিকতা ও কর্মজীবনে কাজে আসবে। সাংবাদিকতার জ্ঞানকে সমৃদ্ধ করবে।

আট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দেশের প্রথিতযশা সাংবাদিকবৃন্দ প্রশিক্ষক হিসেবে থাকবেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড