• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি

  সিকৃবি প্রতিনিধি

০২ নভেম্বর ২০১৮, ২২:৩৭
র‍্যালি
সিকৃবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি (ছবি : সংগৃহীত)

'কৃষি শিক্ষা ও গবেষণার আধুনিকায়নই হোক প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার' এই স্লোগানকে সামনে রেখে উদযাপিত হল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শুক্রবার (২ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। এরপর ৯টা ৩০মিনিটে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

এরপর সকাল ৯টা ৪৫মিনিটে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের নেতৃত্বে শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিলনায়তনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. আবুল কাশেমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. আনিসুর রহমান, কর্মচারি সমিতির সভাপতি শাহ আলম সুরুক, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে অবস্থিত পূণ্যভূমি হাওর, সমতল ভূমি ও টিলাবেষ্টিত সিলেট বিভাগে কৃষি শিক্ষা প্রসারের জন্য ২০০৬ সালের ২ নভেম্বরে প্রতিষ্ঠিত হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। সিলেট বিভাগীয় শহর থেকে প্রায় ৭ কিলোমিটার উত্তর-পূর্বে টিলা বেষ্টিত ৫০ একর এলাকা নিয়ে গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৬ টি অনুষদে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড