• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবিতে ইদ ও গ্রীষ্মকালীন ছুটি ২৯ দিন

একাডেমিক পরীক্ষায় প্রশাসনের বাধা নেই

  রাবি প্রতিনিধি

২১ মে ২০২৩, ১৭:১১
রাবিতে ইদ ও গ্রীষ্মকালীন ছুটি ২৯ দিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রীষ্মকালীন ও পবিত্র ইদুল আযহা উপলক্ষে অবকাশ শুরু ৭ জুন। ছুটি চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। তবে বিভাগগুলো চাইলে ছুটির মধ্যেও পরীক্ষা নিতে পারবেন—এতে প্রশাসনের কোনো বাধা নেই।

আজ রবির (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে তথ্যটি নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে কোনো বিভাগ চাইলে তাদের পরীক্ষা ছুটির মধ্যে নিতে পারবেন। এতে প্রশাসনের কোনো বাধা থাকবে না। পরীক্ষার বিষয়ে বিভাগ যেটা মনে করবে তারা সেটা করতে পারবে। অফিস বন্ধ থাকবে ৯ জুন থেকে ১৭ জুন পর্যন্ত। পরে ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত অফিসের সকল কার্যক্রম চলমান থাকবে। পরে ২২ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অফিস ছুটি থাকবে।

আবাসিক হল বন্ধের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ছুটিতে আবাসিক হলগুলো বন্ধের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড