• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

র‍্যাগিং, সন্ত্রাস, যৌন হয়রানির বিরুদ্ধে বুটেক্সে সোচ্চার ছাত্রলীগ

  বুটেক্স প্রতিনিধি

০১ মার্চ ২০২৩, ১৫:৩৮
র‍্যাগিং, সন্ত্রাস, যৌন হয়রানির বিরুদ্ধে বুটেক্সে সোচ্চার ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘অ্যাগেইনস্ট র‍্যাগিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ক্যাম্পাস’ শীর্ষক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শাখা ছাত্রলীগ।

গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পদযাত্রার মাধ্যমে ক্যাম্পেইন শুরু হয়।

শিক্ষার্থীদের মধ্যে র‍্যাগিং, সন্ত্রাসী কার্যক্রম, যৌন হয়রানি, অন্যায় হেনস্থার বিপরীতে লিফলেট বিতরণ করা হয়।

ছাত্রলীগের এ ধরনের ক্যাম্পেইনকে সাধুবাদ জানিয়েছে ক্যাম্পাসের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এতে দলে দলে নবীন শিক্ষার্থীরা যোগ দিয়েছে। এ সময় নবীন শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ, স্থিতিশীল, সুশৃঙ্খল ও সৌহাদ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমাদের আজকের সমাবেশ। যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বুটেক্স ছাত্রলীগ।

এছাড়াও বুটেক্স শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জয়ের সাথে কথা বললে তিনি বলেন, আমরা প্রতিটি ভালো কাজে ছাত্রদেরকে নিয়ে এক সাথে এগিয়ে যাব। ক্যাম্পাসের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ সুনিশ্চিত করতে কাজ করছি। ক্যাম্পাসে র‍্যাগিং, বুলিং, টিজিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাতে না হয়, সে বিষয়ে জোর দিচ্ছি। আশাকরি আমরা আমাদের লক্ষ্যে পৌছাতে পারবো।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড