• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাককানইবিতে ফোকলোর গবেষণা পত্রিকা প্রকাশ

  জাককানইবি প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০২১, ২১:০৪
জাককানইবি
জাককানইবির ফোকলোর গবেষণা পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি : দৈনিক অধিকার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ‘ফোকলোর গবেষণা পত্রিকা’ (Research Journal of Folklore) প্রথম ভলিউম ডিসেম্বর, ২০২০ প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে জার্নালটির সম্পাদনা পর্ষদের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান নিজ অফিস কক্ষে এর মোড়ক উন্মোচন করেন। জার্নালটির প্রথম সংখ্যায় দেশ-বিদেশের মোট ২৩ জন গবেষকের ফোকলোর বিষয়ক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

জার্নালের সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি মো. বাকীবিল্লাহ বলেন, ‘করোনাকালীন সংকটের জন্য জার্নালটি কিছুটা দেরিতে প্রকাশিত হলেও আমরা গুরুত্ব দিয়েছি কোয়ালিটি যেন ঠিকঠাক মেইনটেইন হয়। আশা করি, ফোকলোর গবেষণা পত্রিকা বাংলাদেশের ফোকলোর চর্চার ধারাকে বৈশ্বিক প্রেক্ষাপটে মেলে ধরতে সক্ষম হবে।’

আরও পড়ুন : কুবির বঙ্গবন্ধু হলের নবনিযুক্ত প্রভোস্ট ড. মোকাদ্দেস

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দীন, জার্নালের সম্পাদক মো. বাকীবিল্লাহ, সম্পাদনা পর্ষদের সদস্য ড. মো. সাইফুল ইসলাম ও ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন অনুষদের শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন।

ওডি/আইএইচএন

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড