• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরীক্ষার দাবিতে কুবির প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

  কুবি প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০২০, ১৬:১৪
আন্দোলন
প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

মহামারি করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘হাট-বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’ এমন স্লোগানে বিক্ষোভ করে। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

জানা গেছে, করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ হয়ে যায় দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাও বন্ধ রয়েছে। এতে বিভিন্ন সময়ে প্রশাসনকে সময় বেঁধে দিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

বিষয়টিতে আন্দোলনরত বাংলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলেন, ‘বাংলাদেশে হাটবাজার থেকে শুরু করে সবকিছু খোলা, এমনকি নিয়োগ পরীক্ষাও হচ্ছে। তাহলে আমাদের স্নাতক চূড়ান্ত পরীক্ষাগুলো নিতে কেন গড়িমসি। ২৫ নভেম্বর আমাদের যে আন্দোলন হয়েছিল, তখন বলা হয়েছিল ইউজিসিকে বিশ্ববিদ্যালয় পরীক্ষার বিষয়ে চিঠি দিবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন চিঠি পাঠিয়েছে কিনা সে বিষয়ে আমরা অবগত নই।’

এ দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘তোমাদের দাবি যৌক্তিক। আজকে বিভাগীয় চেয়ারম্যানদের সাথে পরীক্ষার বিষয়ে আমাদের মিটিং আছে। আমরা অতি শিগগিরই পরীক্ষার রুটিন জানিয়ে দেব।’

আরও পড়ুন : এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু

একই সময় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরীকে মুঠোফোনে শিক্ষার্থীদের সাথে সংযোগ করে দেন। পরে মুঠোফোনে উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরী বলেন, ‘ইউজিসির সাথে ভর্তি পরীক্ষা নিয়ে মিটিং হয়েছিল। মিটিংয়ে স্নাতক চূড়ান্ত পরীক্ষার বিষয়েও কথা হয়। আমরা পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমাদের ভর্তি পরীক্ষা কমিটিকে বলে দিয়েছি। খুব শিগগিরই পরীক্ষা নেওয়া হবে।’

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড