• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্যান্সারে তিতুমীর শিক্ষার্থীর মৃত্যু

  তিতুমীর প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২০, ০৯:১২
তিতুমীর কলেজ
তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শম্পা (ছবি : সংগৃহীত)

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শম্পা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শম্পার পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, অকালে চলে যাওয়া শম্পাকে তার গ্রামের বাড়ি বরিশালের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন শম্পার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি শম্পার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন বলেন, ‘আমরা এ ঘটনায় অত্যন্ত ব্যথিত। কলেজ প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পরিবারকে সহায়তাও করেছি। তার পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি।’

এ দিকে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শামিম হোসেন শিশির শম্পার মৃত্যুতে শোক জানিয়ে বলেন, কলেজের শিক্ষকবৃন্দ ও সবগুলো সংগঠন একত্রিত হয়ে শম্পার চিকিৎসায় অর্থ সংগ্রহের জন্য কাজ করেছি। নিজেরা আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা করেছিল কলেজভিত্তিক সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন : যেভাবে সার্টিফিকেট পাবেন জেএসসি উত্তীর্ণরা

উল্লেখ্য, ক্যান্সার আক্রান্ত শম্পা গত কয়েকমাস ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। তার পরিবার চিকিৎসার সব খরচ বহন করতে না পারায় তার পাশে দাঁড়িয়েছিল তিতুমীর কলেজের বিভিন্ন সংগঠন ও প্রশাসন। শেষ পর্যন্ত অকালেই তাকে চলে যেতে হলো না ফেরার দেশে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড