• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

উচ্চতর গ্রেড পাবেন সাড়ে ৪ হাজারেরও বেশি শিক্ষক

  শিক্ষা ডেস্ক

১৮ নভেম্বর ২০২০, ১৫:২০
মাউশি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো (ছবি : সংগৃহীত)

উচ্চতর গ্রেড পেতে যাচ্ছেন স্কুল কলেজের ৪ হাজার ৬৫৩ জন শিক্ষক-কর্মচারী। এদের মধ্যে স্কুলের ৪ হাজার ৬২২ জন এবং কলেজের ৩১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করে অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, স্কুল-কলেজের ৪ হাজার ৬৫৩ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন। তাদের মধ্যে স্কুলের ৪ হাজার ৬২২ জন এবং কলেজের ৩১ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।

জানা গেছে, স্কুলের ৪ হাজার ৬২২ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৩০৯ জন, চট্টগ্রাম অঞ্চলের ৪৭২ জন, কুমিল্লা অঞ্চলের ১৬২ জন, ঢাকা অঞ্চলের ৫৫৪ জন, খুলনা অঞ্চলের ৭৫৮ জন, ময়মনসিংহ অঞ্চলের ৪৪২ জন, রাজশাহী অঞ্চলের ৬৭৩ জন, রংপুর অঞ্চলের ৯৮০ জন এবং সিলেট অঞ্চলের ২৭১ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।

আরও পড়ুন : ডুয়েটের নতুন ভিসি বুয়েট অধ্যাপক হাবিবুর

অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৩১ শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫ জন, চট্টগ্রাম ৪ জন, কুমিল্লা অঞ্চলের ৩ জন, ঢাকা অঞ্চলের ৬ জন, খুলনা অঞ্চলের ১০ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড