• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

৮ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

  এমপিআই প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২০, ১২:৪৩
মানববন্ধন
৮ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রমে সব সেশনের পরীক্ষা দ্রুত নিশ্চিত করাসহ ৮ দফা দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে পলিটেকনিক ও মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে দাবি আদায়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ পর্বের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী জামির আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষার্থী ছাব্বির আহমদ, নুরুল আহমদ, খোকন আহমদ, রিপন আহমদ ও ফাহমিদা আক্তার।

মানববন্ধনে বক্তারা বলেন, পলিটেকনিকের সেশনজট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হাতে-কলমে ক্লাস ছাড়া শিক্ষার্থীরা পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। সকল পর্বের ক্লাসের ক্ষেত্রে যদি অনলাইনে ক্লাস করানো হয় সেক্ষেত্রে নেট বিল প্রদান করতে হবে। থিওরি পরীক্ষাগুলো অটোপাশ দিয়ে আর প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো শর্ট সিলেবাসে নিতে হবে। একই সাথে পূর্ববর্তী সেমিস্টারের রেফার্ড পরীক্ষাগুলো বিবেচনায় এনে সবাইকে উত্তীর্ণ দিতে হবে।

আরও পড়ুন : ফের বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

মনববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জমা দেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড