• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, নোবিপ্রবির ২ শিক্ষার্থী বহিষ্কার

  নোবিপ্রবি প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২০, ১৬:৫২
শিক্ষার্থী বহিষ্কার
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, নোবিপ্রবির ২ শিক্ষার্থী বহিষ্কার (ছবি : দৈনিক অধিকার)

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো- বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রতীক মজুমদার এবং একই শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী পাল দীপ্ত।

রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে ও শৃঙ্খলাবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে হযরত মুহাম্মদ (স.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় অভিযুক্ত দুইজন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার এবং হলের সিট বাতিল করা হয়েছে। এটি বাংলাদেশ সরকারের আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ বিধায় এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এবং আইসিটি আইনে তাদের বিরুদ্ধে কেন মামলা করা হবে না সে বিষয়ে আগামী ২ নভেম্বর তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : পরীক্ষা নেওয়ার অনুমতি পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

বিষয়টিতে গত দুই দিন ধরেই উত্তাল ছিল নোবিপ্রবি ক্যাম্পাস। অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড