• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিন মাসের অনুদানের অর্থছাড় পেলেন ইবতেদায়ি শিক্ষকরা

  শিক্ষা ডেস্ক

২২ অক্টোবর ২০২০, ১০:৩০
মাদরাসা শিক্ষা অধিদপ্তর
মাদরাসা শিক্ষা অধিদপ্তর (ছবি : সংগৃহীত)

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট তিন মাসের আর্থিক অনুদানের চেক ছাড় হয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বুধবার (২১ অক্টোবর) এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের জুলাই থেকে সেপ্টেম্বরের বেতন বাবদ চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি চেক ব্যাংকে পাঠানো হয়েছে। শিক্ষকরা ২৬ অক্টোবর পর্যন্ত টাকা তুলতে পারবেন।

এতে আরও বলা হয়েছে, অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের অনুদানের চেক পাঠানো হয়েছে।

আরও পড়ুন : এ বছর মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা হচ্ছে না : শিক্ষামন্ত্রী

এ দিকে করোনা পরিস্থিতির কারণে গত চার মাস ধরে সরকারি অনুদান পাননি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা। মাসিক প্রধান শিক্ষকদের ৩ হাজার ও সহকারী শিক্ষকদের ২ হাজার ৫০০ টাকা সরকারি অনুদান দেওয়া হয়। গত চার মাস ধরে সে অর্থ না পাওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বর্তমানে তিন মাসের টাকা একত্রে ব্যাংকে পাঠানো হয়েছে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড