• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নামমাত্র খরচে ইন্টারনেট পাবে শিক্ষার্থীরা : ইউজিসি

  শিক্ষা ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩০
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)

দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে নামমাত্র খরচে টেলিটকের ইন্টারনেট ব্যান্ডউইথ দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বুধবার (২ সেপ্টেম্বর) ইউজিসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ইউজিসি কর্তৃক পরিচালিত বিডিরেন প্লাটফর্ম ব্যবহারকারী দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুবিধা পাবে।

বর্তমানে দেশের ৪২টি সরকারি ও ৬৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিডিরেন প্লাটফর্ম ব্যবহার করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিক্ষার্থীরা টেলিটকের নেটওয়ার্ক ব্যবহার করে জুম অ্যাপ্লিকেশন এর মাধ্যমে অনলাইন ক্লাসে অংশ নিতে পারবেন। প্রতি মাসে মাত্র ১০০ টাকা রিচার্জে শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। রিচার্জকৃত টাকা মূল একাউন্টে জমা হবে। এই টাকা ভয়েস কল ও ডেটার জন্য ব্যয় করা যাবে। অব্যবহৃত টাকা পরবর্তী রিচার্জের সঙ্গে যোগ হবে। তবে, ১০০ টাকার কম রিচার্জে এই সুবিধা পাওয়া যাবে না বলে জানায় ইউজিসি।

এ প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, করোনা মহামারিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখার এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

স্বল্প খরচে ইন্টারনেট ব্যান্ডউইথ প্রদানের উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে আসার জন্য শিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং টেলিটকের প্রতি তিনি ধন্যবাদ জানান।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড