• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবির নতুন উপ-উপাচার্য মাকসুদ কামাল

  ক্যাম্পাস ডেস্ক

২৬ জুন ২০২০, ০০:১৪
ঢাবি
ঢাবির নতুন উপ-উপাচার্য মাকসুদ কামাল (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বৃহস্পতিবার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ-১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সেসের ডিন এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে শূন্য পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের প্রজ্ঞাপনে নিম্নোক্ত শর্তসমূহ উল্লেখ করা হয়েছে-

* উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে।

* এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন বাতা পাবেন।

* বিধি অনুযায়ী সুবিধা ভোগ করবেন।

* তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন।

* রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও পড়ুন : সুবিধাবঞ্চিত ননএমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রীর সুখবর

অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির টানা চারবারের মতো সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে টানা তিনবার প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড