• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনারগাঁও ইউনিভার্সিটিতে একুশের আলোচনা সভা

  নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৭
সোনারগাঁও ইউনিভার্সিটিতে একুশের আলোচনা সভা
সোনারগাঁও ইউনিভার্সিটিতে একুশের আলোচনা সভা (ছবি : দৈনিক অধিকার)

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনারগাঁও ইউনিভার্সিটিতে (এসইউ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গ্রীন রোডের এসইউ ক্যাম্পাসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসইউর উপাচার্য প্রফেসর মো. আবুল বাশার বলেছেন, আমরা শুদ্ধ ভাষায় কথা বলে ভাষা সৈনিকদের রক্তের মূল্যায়ন করতে পারি। আমরা যদি সারাদিন হেডফোন লাগিয়ে হিন্দি গান শুনি এতে ভাষার মর্যাদা কোনোভাবে বৃদ্ধি পায় না।

মো. আবুল বাশার বলেন, আমাদের স্মরণ করা দরকার, আমাদের ভাষাটা আমরা কতটুকু মর্যাদার সঙ্গে পালন করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদিন দেখা যায় হিন্দিতে গান শুনতে, এটাতে কি আমার ভাষার মূল্যায়ন হয়? অন্তত একদিন ঠিকভাবে বাংলা ব্যবহার করলেও বলা যেত কিছুটা করি। কিন্তু দেখা যায় বাংলায় কথা না বলে অন্য ভাষায় কথা বলি বা গান শুনি। এজন্য বাংলা ভাষার মর্যাদা রাখার জন্য একবার আইন হয়েছিল, যে অফিশিয়াল সব কাজ বাংলায় চালাতে হবে। কিন্তু তা পুরোপুরি কার্যকর হয়নি।

এসইউর উপাচার্য বলেন, যেসব বিষয় বিদেশের সঙ্গে সম্পর্ক যুক্ত নয় সেসব বিষয় বাংলায় চর্চা চালু করলেই ভাষার মর্যাদা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, মা ডাক কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তান। তাই ভাষার জন্য রক্ত দিয়েছেন আমাদের শহীদরা। এর মর্যাদা রাখতে যথাযথভাবে দিবসটি পালন করতে হবে। আমাদের ভাষাকে মর্যাদা দিতে হবে।

তারা আরও বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যদি না আসত তবে একাত্তর আসত না। একুশ বীজ বপন করেছিল দেশের স্বাধীকারের।

এসইউর রেজিস্টার এসএম নুরুল হুদার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এসইউর উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক আকন্দ, ট্রেজারার প্রফেসর মো. আল আমিন মোল্লা. বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল মাবুদ, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন আবুল কালাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেছেন- এসইউর শিক্ষার্থী সিয়াম রাজ্জাক সঞ্চয়, আয়েশা সিদ্দিকা ও প্রতিভা।

ওডি/এএস

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড