• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুরো পরীক্ষাই পেছাবে, নতুন সূচি রবিবার : শিক্ষামন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০২০, ২২:৫৯
ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ফটো)

শুধু দুই দিনের নয়, এসএসসি ও সমমানের পুরো পরীক্ষাই পেছাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (১৯ জানুয়ারি) এ পরীক্ষার নতুন সূচি দেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (১৮ জানুয়ারি) রাত আটটার দিকে পরীক্ষা পেছানোর ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। রাত নয়টার দিকে মন্ত্রী তার বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন পেছানোর জন্য এসএসসি ও সমমান পরীক্ষা পিছিয়েছে।

দীপু মনি বলেন, শুধু দুই দিনের পরীক্ষা নয়, পুরো পরীক্ষাই পেছাবে। রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার নতুন সূচি প্রকাশ হবে।

এর আগে সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটির নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পেছায় নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, সিটি নির্বাচন পেছানোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমানের পরীক্ষার সূচি পরিবর্তন করেছে। সেই আলোকে নির্বাচন পেছানো হয়েছে।

ওডি/এমআর

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড