• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিডিনিউজ সম্পাদকের জামিন আটকাতে দুদকের আবেদন

  নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর ২০২০, ১৪:২৬
তৌফিক ইমরোজ খালিদী
তৌফিক ইমরোজ খালিদী (ছবি: সংগৃহীত)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকার জজ আদালতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে দেওয়া স্থায়ী জামিন স্থগিত চেয়ে আবেদন জানিয়েছে দুদক।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয় বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে গত ২৫ নভেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েশ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জামিন আবেদন মঞ্জুর করেন। হাইকোর্টের আগাম জামিনের মেয়াদ শেষে গত ২০ অক্টোবর এই আদালত থেকেই খালিদীকে ২৫ নভেম্বর পর্যন্ত জামিন দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ ওই মামলা করেন।

আরও পড়ুন : ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ ...

মামলার এজাহারে বলা হয়েছে, খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনও উৎস নেই। ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি উক্ত টাকা অর্জন করেছেন মর্মে প্রাথমিক তথ্য-উপাত্তে প্রমাণিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড