• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ ঠেকাতে রাস্তায় ব্যবসায়ীরা

  অধিকার ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২০, ১৪:০৭
ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের বাধা
ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের বাধা (ছবি : সংগৃহীত)

রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ অবৈধভাবে গড়ে ওঠা ৯১১টি অবৈধ দোকানের উচ্ছেদ অভিযান ঠেকাতে রাস্তায় অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা।

দোকান উচ্ছেদ করে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এ জন্য মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টা পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু করতে পারেনি।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ত্রপার নেতৃত্বে মার্কেটটির ব্লক-এ, ব্লক-বি এবং ব্লক-সিতে অভিযান পরিচালনার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের বাধার মুখে তা শুরু হতে পারেনি।

সরেজমিন দেখা গেছে, অভিযান বন্ধ করতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় ব্যবসায়ীরা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। একইসঙ্গে তারা ‘অভিযান বন্ধ কর’ স্লোগান দেন।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন জানান, ‘আমরা পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার অভিযান শুরু করব। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’

অভিযানের বিষয়টি আগেই ব্যবসায়ীদের জানানো হয়েছিল বলে জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি বলেন, ‘ইতোমধ্যে বিষয়টি নোটিশ এবং মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের জানানো হয়েছে।’

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড