• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিশোরগঞ্জে হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন

  কিশোরগঞ্জ প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২০, ১৭:৫৪
আদালত
আদালত (ছবি : প্রতীকী)

কিশোরগঞ্জের করিমগঞ্জে গাছকাটাকে কেন্দ্র করে ছফির উদ্দিন হত্যা মামলায় ২ সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। এছাড়াও প্রত্যেক আসামিকে ২ লাখ জরিমানা করা হয়।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো- করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ হালগড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হানিফ মিয়া ও মো. মানিক মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১০ জুন সকালে একটি গাছ কাটাকে কেন্দ্র করে হাফিজ উদ্দিনের নেতৃত্বে তার দুই ছেলে মো. হানিফ মিয়া ও মো. মানিক মিয়া শাবল দিয়ে ছফির উদ্দিনের মাথায় আঘাত করে। এতে ছফির উদ্দিন গুরুতর আহত হন। পরে হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : হাতীবান্ধায় ওসির উদ্যোগে মাদক বিরোধী সভা

ঘটনার দিনই ছফির উদ্দিনের ছোট ভাই আব্দুল হেলিম সাতজনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য জেরা শেষে বিচারক দোষী সাব্যস্ত করে ২ সহোদর হানিফ মিয়া ও মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২ লাখ টাকা জরিমানা করে। মামলার অপর আসামি আ. সাত্তার, আবু বক্কর, হাসেন আলী মুন্সী ও ফরিদা খাতুনকে এক বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড