• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুলাউড়ায় জীবাণুনাশক স্প্রে করার অনুমতি দিলেন ফায়ার মহাপরিচালক

  এস আর অনি চৌধুরী কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

২৮ মার্চ ২০২০, ১৯:০৮
কুলাউড়া
প্রধান সড়ক, সরকারি অফিস ও আবাসিক এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কুলাউড়া উপজেলায় এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পরামর্শে ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের অনুমতিক্রমে শনিবার (২৮ মার্চ) কুলাউড়া ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ী দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

কুলাউড়া পৌরসভা মেয়র শফি আলম ইউনুছ এর তত্বাবধানে পৌরসভা থেকে সরবরাহকৃত ব্লিচিং পাউডার দিয়ে শনিবার কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ী দিয়ে কুলাউড়া রেলওয়ে ষ্টেশন এলাকা, দক্ষিণ বাজার এলাকা, উত্তরবাজার এলাকা, শহরস্থ ‘কুলাউড়া পলি ক্লিনিকের ‘আইসোলেশন সেন্টার’, প্রধান সড়ক, সরকারি অফিস ও আবাসিক এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়।

আরও পড়ুন :

'ছেলের বিয়ের বয়স না হলেও মেয়ের বিয়ের বয়স ঠিকই ছিল'

‘বেঁচে আছে, না মরে গেছে, বুঝতে পারছি না’

যৌন উত্তেজক ঔষধ খাইয়ে ছাত্রীকে ধর্ষণ : শিক্ষক পলাতক

জানা যায়, কুলাউড়া ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ী দিয়ে গত বৃহস্পতিবার জীবাণুনাশক স্প্রে করার পর থেকে ফায়ার অধিদপ্তর থেকে ২৭ মার্চ থেকে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে বাংলাদেশের কোথাও জীবাণুনাশক স্প্রে ছিটানো যাবেনা বলে নির্দেশনা দেয়ায় উক্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ কুলাউড়ার মানুষের কথা চিন্তা করে করোনাভাইরাস মোকাবেলায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের সাথে পরামর্শমুলক ফোনালাপ করেন। পরে সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের ফোনালাপের প্রেক্ষিতে অবশেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক শুধুমাত্র কুলাউড়ায় শনিবার পানিবাহি গাড়ী নিয়ে জীবাণুনাশক ওষুধ ছিটানোর অনুমতি দিলে কুলাউড়া ফায়ার সার্ভিস জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম পরিচালনা করে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড